বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রামপাল নিয়ে ইউনেসকোকে ফের জবাব সরকারের

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনের পাশে রামপালে বিদ্যুেকন্দ্র নির্মাণে আপত্তি জানিয়ে এ ক্ষেত্রে সরকারের পদক্ষেপ জানতে চেয়ে ইউনেসকো যে সময়সীমা বেঁধে দিয়েছিল তার আগেই জবাব দিয়েছে সরকার। ৫০ পৃষ্ঠার প্রতিবেদনে একই সঙ্গে বিদ্যুেকন্দ্র  নির্মাণে সরকারের অনড় অবস্থানের কথাও তুলে ধরা হয়েছে। এর আগে গত ২৬ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সভাপতিত্বে এক বৈঠকে প্রতিবেদনটি চূড়ান্ত করা হয়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও ঐতিহ্যবিষয়ক সংস্থাটির শর্ত ছিল বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিনে কী কী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে তা ১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন আকারে প্যারিসে পাঠাতে হবে। সেই বেঁধে দেওয়া সময়ের আগেই গত ২৮ নভেম্বর ৫০ পৃষ্ঠার বিস্তারিত প্রতিবেদন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলামের কাছে পাঠিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।

 প্রতিবেদনটি তিনি প্যারিসে ইউনেসকোর সদর দফতরে পৌঁছে দেবেন। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান বন সংরক্ষক ইউনূস আলী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর