বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্যাম্পাসে ক্যাম্পাসে শুধুই ছাত্রলীগ

শিক্ষাঙ্গনে সহাবস্থান বলে কিছুই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখন শুধুই ছাত্রলীগের রাজনীতি। গত আট বছরে অন্য সংগঠনের খুব একটা  দেখা মিলছে না। এর মাঝে ৫ জানুয়ারি নির্বাচনের পর ভিন্নমতাবলম্বীরাও ছাত্রলীগের ছায়াতলে যোগ দিয়েছেন। শুধু ছাত্রদল নয়, ছাত্র শিবিরের অনেক নেতা-কর্মীও এখন ছাত্রলীগ বনে গেছেন। ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিযোগিতা চলছে ছাত্রলীগ হওয়ার। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করছেন তাদের সংগঠনের নেতা-কর্মীদের হলে বা ক্যাম্পাসে থাকতে দেওয়া হচ্ছে না। তবে ছাত্রদলের এই যুক্তি মানতে নারাজ ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, ছাত্রদল সন্ত্রাসের রাজনীতি করার কারণে সাধারণ ছাত্র তাদেরকে  প্রত্যাখ্যান করেছে। আর শিবির একটি নিষিদ্ধ সংগঠন। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর