বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পার্বত্যাঞ্চল নিয়ে ষড়যন্ত্র হচ্ছে

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চল নিয়ে ষড়যন্ত্র হচ্ছে

পার্বত্যাঞ্চলকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি চক্রান্তকারীরা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকাল ১০টায় রাঙামাটি পৌরসভা চত্বরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও কর্মিসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিদেশি গোয়েন্দা সংস্থা পার্বত্যাঞ্চলকে অশান্ত করে বাংলাদেশকে অস্থিতিশীল  করতে চায়। কারণ তারা ’৭১-এর বদলা নিতে চায়। তারা বাংলাদেশে শান্তি চায় না। তারা পাহাড়ি-বাঙালির মধ্যে সম্প্রীতিও চায় না। আবার কিছু কুচক্রকারী পাহাড়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে উসকানিমূলক কথা বলে থাকে। তাদের চিহ্নিত করে সরকারকে পার্বত্যাঞ্চলের উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। রাঙামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মুছা মাতব্বর প্রমুখ।

সর্বশেষ খবর