বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সীমান্তে আবার প্রাণঘাতী অস্ত্র চায় বিএসএফ

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের হাতে আবারও ‘প্রাণঘাতী’ বা ‘লিথাল ওয়েপন’ অস্ত্র তুলে দেওয়ার কথা ভাবছেন বিএসএফের মহাপরিচালক কে কে শর্মা। এ বিষয়ে কে কে শর্মা গতকাল বিবিসিকে জানিয়েছেন, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধ হওয়ার পর থেকেই ‘হামলা অনেক বেড়ে গেছে এবং চোরাকারবারীরাও দুঃসাহসী হয়ে উঠেছে।’ কিন্তু দুদেশের সুসম্পর্কের স্বার্থেই বিএসএফকে ‘নন-লিথাল ওয়েপন’ ব্যবহার করতে হচ্ছে। কে কে শর্মা উল্লেখ করেন, সীমান্তে রক্তপাত বন্ধ করার জন্য নন-লিথাল ওয়েপন ব্যবহার করা হচ্ছে ঠিকই—কিন্তু এটা তেমন কার্যকরী হচ্ছে না। বিএসএফ চট করে প্রাণঘাতী গুলি চালাবে না, এটা জানা থাকায় স্মাগলাররা অনেক দুঃসাহসী হয়ে উঠেছে। ২০১৪-র পর থেকে এ ধরনের হামলায় আমাদের চারজন জওয়ান নিহত হয়েছেন, জখম হয়েছেন তিনশর বেশি। তাদের অনেকেরই আঘাত খুব গুরুতর। তিনি আরও জানান, সীমান্তের দুপারে যে মানুষজন আছেন তাদের ভাষা, সংস্কৃতি, জাতিসত্তা, এমন কী ধর্মও অনেক ক্ষেত্রে একই। একটা কৃত্রিমভাবে টানা সীমান্ত থাকলেও নানাভাবে মানুষের যাতায়াত চলতেই থাকে। দিনমজুররাও আমাদের নজর এড়িয়ে ভারতে কাজ করে আবার ফিরে যান, ধরতে পারলে তাদের জেলে ঢোকানো হয়। তিনি বলেন, ‘আমাদের ম্যান্ডেট হলো, অবৈধ যাতায়াত ও সীমান্তে অপরাধ বন্ধ করা। সেটা করতে গিয়েই কখনো সখনো প্রাণহানিও ঘটে যায়।

অনুপ্রবেশ পুরো বন্ধ হলে হয়তো সেটাও হতো না। কিন্তু সীমান্তের যা পরিস্থিতি তাতে বিএসএফের পক্ষে মানুষের এই যাতায়াত ১০০ শতাংশ বন্ধ করা সম্ভব নয়।’

সর্বশেষ খবর