শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সরকার যে কোনো মূল্যে পুঁজিবাজার স্থিতিশীল রাখবে

----------তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকার যে কোনো মূল্যে পুঁজিবাজার স্থিতিশীল রাখবে। বাজার স্থিতিশীল থাকলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে। গতকাল রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬’-এর উদ্বোধনী  অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি আহমেদ রশিদ লালী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান প্রমুখ। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একটি দেশের উন্নতিতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বাজারও অর্থনীতিতে ভূমিকা রাখছে। আগামীতে পুঁজিবাজার জিডিপিতে আরও বড় ভূমিকা রাখবে।’ তোফায়েল আহমেদ বলেন, বহুজাতিক কোম্পানিগুলো দেশে ব্যবসা করবে। কিন্তু এ দেশের বিনিয়োগকারীদের কিছু দেবে না তা হবে না। বহুজাতিক সব কোম্পানিকে পুঁজিবাজারে আসতে হবে। বাজার এখন স্থিতিশীল। অতীতে অনেকেই অর্থ হারিয়েছেন কিন্তু আগামীতে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হন সেদিকে নজর দেওয়া উচিত। বিএসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, বিভিন্ন পদক্ষেপের কারণে বাজারে স্থিতিশীলতা ফিরেছে। বিদেশি বিনিয়োগও আগের তুলনায় বাড়ছে। ব্রোকার হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, অডিট ফার্ম ও পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রায় ৪০টি স্টলে তাদের সেবা-পণ্য প্রদর্শনের আয়োজনে এ মেলা শুরু হয়েছে। চার দিনব্যাপী মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ খবর