শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর আশীর্বাদ

বাগেরহাট প্রতিনিধি

ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর আশীর্বাদ

বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর পরিদর্শন করার সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, ‘ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পৃথিবীর জন্য আশীর্বাদ। এই হ্যারিটেজের পুরাকীর্তিগুলো সংস্কৃতি বৈচিত্র্যের নিদর্শন। সংস্কারের মাধ্যমে হযরত খান জাহানের প্রতিষ্ঠিত মসজিদটির পুরনো রূপে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। 

 ঐতিহাসিক এই মসজিদ দেখতে আসতে পেরে নিজেকে আমি সৌভাগ্যবান মনে করছি।’ গতকাল  সকালে মার্কিন রাষ্ট্রদূত বাগেরহাট শহরতলির ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন শেষে সেখানে প্রত্নতত্ত্ব অধিদফতরের জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি প্রায় ৬০০ বছর আগের খান জাহান (র.)-এর ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন পুরাকীর্তির স্মারক ও প্রত্নবস্তু ঘুরে দেখেন।

সর্বশেষ খবর