শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

আইভীর পাশে কেন্দ্র বিএনপি ডেকেছে স্থানীয় নেতাদের

রোমান চৌধুরী সুমন ও এম এ শাহীন, নারায়ণগঞ্জ থেকে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে নৌকা প্রতীকে মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাশে দাঁড়িয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। গতকাল বিকালে তারা নারায়ণগঞ্জের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তাও মাঠ নেতাদের কাছে পৌঁছে দেন। বৈঠকে আওয়ামী লীগের স্থানীয় নেতারা অভিযোগ করেন, আইভী নৌকার মনোনয়ন পেলেও মনোনয়নপত্র  জমা দেওয়ার সময় কাউকে বলেননি। তা ছাড়া সমন্বয় নেই কাজে। এ কারণে বিরোধের বিষয়গুলো প্রকাশ পাচ্ছে। তবে সবাই নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। বৈঠকে অংশ নেওয়া একাধিক স্থানীয় নেতা বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন।

বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এনসিসি নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্যবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল অংশ নেন। তবে বৈঠকে মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও এমপি শামীম ওসমান ছিলেন না।

নারায়ণগঞ্জের নেতাদের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগরের সাধারণ সম্পাদক খোকন সাহা, সহ-সভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাতসহ জেলার বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। অঙ্গ সংগঠন ছাড়াও মহানগর আওয়ামী লীগের ২৭টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল জানান, বাংলাদেশ আওয়ামী লীগ এ নির্বাচনকে সর্বাত্মক গুরুত্ব সহকারে দেখছে। সারা দেশের মানুষ এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ। স্থানীয় নেতাদের ঢাকায় ডেকেছে বিএনপি : আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলের মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে প্রচারের কৌশলসহ নানা বিষয়ে আলোচনা করা ও সিদ্ধান্ত নিতে আজ বৈঠক ডেকেছে বিএনপি। বেলা ৩টায় নয়াপল্টনে মওলানা ভাসানী ভবনে এ বৈঠক হবে। এ বৈঠক আহ্বান করেছেন বিএনপির কেন্দ্রীয় সমন্বয় কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নাসিকের ২৭টি ওয়ার্ডের বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা ও মহানগরের শীর্ষ নেতা ও এলাকার সাবেক সংসদ সদস্যদের এ বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানান কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য ও দলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।

আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ : আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। গতকাল দুপুরে নগরীর নিতাইগঞ্জে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে এ অভিযোগ করেন তিনি। অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সাখাওয়াত হোসেন খান বলেন, ‘মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী মিছিল ও মাইক নিয়ে সকালে সিদ্ধিরগঞ্জে প্রচার চালিয়েছেন। উনি ফুল দিয়ে নৌকা বানিয়ে গাড়িতে রেখেছেন। এটা নিশ্চিত আচরণবিধি লঙ্ঘন।’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৈঠক : ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে সহযোগিতা করতে মহানগর বিএনপি মতবিনিমিয় সভা করছে। গতকাল বিকালে শহরের ডিআইটি বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রার্থী সাখাওয়াতের পক্ষে নাসিকের ২৭টি ওয়ার্ডে কিভাবে নির্বাচনী প্রচারণায় কাজ করতে হবে সে বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন নেতারা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর