শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গাদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে কফি আনান

প্রতিদিন ডেস্ক

রোহিঙ্গাদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে কফি আনান

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনা পরিদর্শনে গিয়ে কট্টর বৌদ্ধদের বিক্ষোভের মুখে পড়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। তার নেতৃত্বে একটি আন্তর্জাতিক কমিশন গতকাল এ পরিদর্শনে যায়। সূত্র : রয়টার্স ও বিবিসি। রোহিঙ্গাদের ওপর ব্যাপক নির্যাতনের বিষয় সরেজমিনে তদন্ত করে দেখার জন্য কফি আনানের নেতৃত্বে কমিশনটি রাখাইন রাজ্যের রাজধানী সিটুয়ে যায়। তারা সিটুয় বিমানবন্দরে অবতরণের পর স্বাগত জানান  রাখাইন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিমানবন্দরের বাইরে এ সময় কোফি আনানের বিরুদ্ধে বিক্ষোভ করেন শ’খানেক বৌদ্ধ। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘কফি আনান কমিশন নিষিদ্ধ করো’ ‘আমরা কফি আনান কমিশন চাই না’ ইত্যাদি। এ সময় কফি আনানের সামনে চিৎকার করে এক বিক্ষোভকারী বলেন, ‘রাখাইন রাজ্যে যা ঘটছে সেটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে আমরা বিদেশিদের হস্তক্ষেপ চাই না।’ উল্লেখ্য, কফি আনানের এই কমিশনে মিয়ানমারের ছয়জন এবং কফি আনান ছাড়া আরও দুজন বিদেশি প্রতিনিধি আছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর