শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সারা বিশ্বকে চমক দিয়েছে ক্রিকেট

আসিফ ইকবাল

সারা বিশ্বকে চমক দিয়েছে ক্রিকেট

উন্নয়নশীল দেশগুলোর ‘রোল মডেল’ এখন বাংলাদেশ। গার্মেন্ট শিল্পের পুরোধায় দেশটি। অর্থনৈতিক ও সামাজিকভাবে যখন এগিয়ে যাচ্ছে দেশটি তরতরিয়ে, তখন পিছিয়ে নেই ক্রিকেটও। ক্রিকেটের নতুন পরাশক্তি বাংলাদেশ। বিশ্ববাসী এখন ৫৬ হাজার বর্গমাইলের দেশটিকে আলাদাভাবে চিনে শুধু ক্রিকেটের জন্য। ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট শক্তিগুলোকে একের পর এক হারিয়ে দুরন্ত পারফরম্যান্সে চমকে দিচ্ছে বিশ্বকে। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল,  মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজরা এখন এক একজন বিশ্ব তারকা। বিশ্বব্যাপী পরিচিতি তাদের।

৪৫ বছর আগে বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। এরপর থেকেই ঝড়ঝঞ্জার বিপক্ষে লড়াই করে এগোচ্ছে সামনের দিকে। এখন উন্নয়নশীল দেশগুলোর সর্বাগ্রে দেশটি। দেশটির জনগণ ক্রীড়া পাগল জাতি হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকেই ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, শুটিং শুরু হয়। এখন সবাইকে পেছনে ফেলে দেশের এক নম্বর খেলা ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে বাংলাদেশ প্রথম পা রাখে ১৯৭৯ সালে আইসিসি ট্রফি দিয়ে। সেই শুরু। এরপর ১৯৯৭ সালে আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পর আর পেছনে ফিরে তাকায়নি। ১৯৮৬ সালে খেলে প্রথম ওয়ানডে। ২০০০ সালে টেস্ট অভিষেক দেশটির। ওয়ানডে ক্রিকেট খেলছে তিন দশক ধরে। টেস্ট খেলছে ১৬ বছর। এই দীর্ঘ পথ চলায় শুরুতে সাফল্যের দেখা না পেলেও এখন মধুর স্বাদ নিচ্ছে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে মাশরাফি, সাকিবদের পারফরম্যান্স অসাধারণ।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয় ১৯৯৮ সালে কেনিয়ার বিপক্ষে। ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ ক্রিকেটের পর থেকেই বদলে যেতে থাকে দেশটির ক্রিকেটের চিত্র। যদিও ১৯৯৯ সালে পাকিস্তানকে এবং ২০০৪ সালে ভারত ও ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারানোর মধুর স্বাদ নিয়ে নেয় দেশটি। ২০০৭ সালের বিশ্বকাপের সুপার এইটে খেলা টাইগাররা প্রথমবারের কোয়ার্টার ফাইনাল খেলে ২০১৫ সালে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপের পর থেকেই পারফরম্যান্সের গ্রাফ উঠতে থাকে উপরের দিকে। ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশকে নিয়ে যায় অনন্য উচ্চতায়। কিছুদিন আগে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডকে প্রথমবারের মতো হারিয়ে ড্র করে সিরিজ। বিজয়ের ৪৫ বছর উদযাপন করছে লাল-সবুজের দেশটির ১৬ কোটি জনতা। উৎসবকে আরও রাঙ্গিয়ে দিচ্ছে ক্রিকেটারদের অনন্য সাফল্য।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর