শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জাতিসংঘের মায়াকান্না দেখতে চাই না

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাতিসংঘের মায়াকান্না দেখতে চাই না

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের দমন-পীড়ন ও হত্যাযজ্ঞের ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান জাতিসংঘের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, আমরা জাতিসংঘের মায়াকান্না দেখতে চাই না। তাদের কার্যকর পদক্ষেপ দেখতে চাই। গতকাল জুমার নামাজের পর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মহানগর ইমাম সমিতি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিশ্বের কোথাও মুসলমান হত্যা হলে জাতিসংঘ শক্তিশালী ভূমিকা রাখে না। এটা ভয়াবহ রকমের দুঃখজনক ঘটনা। তিনি বাংলাদেশে ঢোকা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার দাবি এ দেশের ১৬ কোটি মানুষের। সরকার প্রধান ও বর্তমান সরকার এসব অসহায়কে আশ্রয় দেওয়ারও চেষ্টা করছে। প্রয়োজনে সাধারণ মানুষও সরকারকে সহযোগিতা করবে।’

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জমিয়তে উলামায়ে ইসলাম নেতা হাফেজ আবদুর রহমান সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর