শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শান্তিচুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ে অবরোধ

নিজস্ব প্রতিবেদক

শান্তিচুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ে অবরোধ

জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, শান্তিচুক্তি বাস্তবায়ন না হলে পাহাড়ে অবরোধ দেওয়া হবে। পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করেছে। এমন চলতে থাকলে পাহাড় আবারও ফুঁসে উঠতে পারে। গতকাল শান্তিচুক্তির ১৯ বছর পূর্তিতে রাজধানীর কারওয়ান বাজারে একটি হোটেলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সন্তু লারমা বলেন, ‘প্রধানমন্ত্রী এসে বললেও আমি বিশ্বাস করতে পারব না যে চুক্তির সব ধারা বাস্তবায়ন হবে। কারণ গত ১৯ বছরে বিশ্বাসভঙ্গের অনেক ঘটনা ঘটেছে, অনেক প্রতারণা করা হয়েছে। চুক্তি বাস্তবায়নে ১০ দফা দাবিতে জনসংহতি সমিতির অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়া হবে।’ তিনি বলেন, ‘আমরা দাবি আদায়ে কাজ করব। সরকার যদি অস্ত্রের ভাষা ব্যবহার করে, অবদমনে তত্পর থাকে, তাহলে পার্বত্য চট্টগ্রামের অবস্থা এভাবে থাকবে বলে আমি বিশ্বাস করি না।’ সন্তু লারমা আরও বলেন, ‘সরকার ওই চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি সম্পূর্ণ ও ১৫টি আংশিক বাস্তবায়নের কথা বললেও এটা অসত্য প্রচার। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয়করণের নগ্ন প্রতিফলন ঘটছে। সেখানে তো কোনো সরকার আমি দেখি না। যেখানে যাই সেখানে একটা সরকার। রাজা দেবাশীষ রায় একটা সরকার, প্রতিমন্ত্রী নববিক্রম ত্রিপুরা একটা সরকার; বহুমুখী শাসনব্যবস্থা সেখানে। কে কার কথা শুনে কাজ করবে, বোঝা যায় না। আইনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অনেক কাজের কথা থাকলেও বাস্তবে কোনো কাজ নেই। প্রশাসনে একজন কর্মকর্তাও নেই যারা শান্তিচুক্তির প্রতি সংবেদনশীল। পাহাড়ে আদিবাসীরা ক্রমান্বয়ে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। প্রশাসন ও সরকার নানা কার্যক্রমের মাধ্যমে জানান দিচ্ছে, হয় দেশ ছেড়ে চলে যাও, নয় তো নতজানু হয়ে থাকো।’ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ (একাংশ) সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির নেতা নূর আহম্মেদ বকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আইনজীবী প্রকাশ বিশ্বাস প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর