সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নিঃশর্ত ক্ষমা চেয়ে রেহাই পেলেন সিইসিসহ ছয়জন

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে রেহাই পেলেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) পাঁচ নির্বাচন কমিশনার। গতকাল বিচারপতি এম  মোয়াজ্জাম হোসেন এবং বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইসি সদস্যদের আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেয়। নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করায় ওই পাঁচজনের সঙ্গে ইসির একজন সিনিয়র সহকারী সচিবকেও অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, মো. জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন। গতকাল আদালত সেই আবেদন গ্রহণ করে বলে ইসির আইনজীবী মো. ইয়াসিন খান বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছিলাম। আদালত সে আবেদন গ্রহণ করেছে। এর ফলে আমরা অভিযোগের দায় থেকে অব্যাহতি পেলাম। গত ৭ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনারের কাছে এক আবেদনে চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন পরিষদের ৪ ও ৯ নম্বর ওয়ার্ড ভোটকেন্দ্রের ভোট গ্রহণে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও কারচুপির কারণে ভোট বাতিল বা পুনর্নির্বাচনের আবেদন করেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল ইসলাম। আবেদনটি নিষ্পত্তি না হওয়ায় মো. জাহিদুল ইসলাম সিইসিসহ ছয়জনকে প্রতিপক্ষ করে হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদেশের কপি পাওয়ার তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে এ অভিযোগের নিষ্পত্তি করতে রুলসহ ১৬ জুন আদেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের আদেশের কপি ইসি সচিবালয় ৩০ জুন ও আইন শাখা ১০ জুলাই গ্রহণ করে। পরে ইসির সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে প্রার্থী জাহিদুলকে নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। ইসির আদালতে যাওয়ার পরামর্শের বিষয়ে চ্যালেঞ্জ করে রিট করেন প্রার্থী জাহিদুল। তিনি রিটে চিঠিকে চ্যালেঞ্জ করে এ বিষয়ে তদন্তের নির্দেশনাসহ সিইসি, চার নির্বাচন কমিশনার ও সিনিয়র সহকারী সচিবকে আদালত অবমাননার দায়ে বিবাদী করেন। পরে ৭ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার ও সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুলসহ আদেশ দেয় আদালত। পরে সিইসি, চার নির্বাচন কমিশনার ও সিনিয়র সহকারী সচিব আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন করেন।

সর্বশেষ খবর