সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ভূমি আত্মসাৎ মামলা

রাগীব আলীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

রাগীব আলীর বিচার শুরু

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তারাপুর চা বাগানের হাজার কোটি টাকার ভূমি আত্মসাতের মামলায় সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে ওই মামলায় রাগীব আলীসহ অন্য আসামিদের বিচার কাজ শুরু হলো। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলায় ৬ জনের রিভিউ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান  হিরোর আদালতে মামলা দুটির অভিযোগ গঠন ও রিভিউ সাক্ষ্যগ্রহণ করা হয়। মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহফুজুর রহমান জানান, ভূমি আত্মসাত ও প্রতারণার মামলায় আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন জানালে আদালত তা না মঞ্জুর করেন। পরে রাগীব আলী, তারাপুর চা-বাগানের সেবায়েত পংকজ কুমার গুপ্ত, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের রাজনগরের বাসিন্দা দেওয়ান মোস্তাক মজিদ, রাগীব আলীর ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির ও মেয়ে রুজিনা কাদিরের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।

সাক্ষ্য গ্রহণ : স্মারক জালিয়াতি মামলায় রিভিউ সাক্ষ্য দেন সিলেটের সাবেক জেলা প্রশাসক ফয়সল আলম ও সিনিয়র সহকারী সচিব ইমদাদুল হকসহ ৬ সাক্ষী। এ নিয়ে এ মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। প্রসঙ্গত, গত ১০ জুলাই আদালতে দুটি মামলার অভিযোগপত্র দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার জাহান। এরপর গত ১০ আগস্ট তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ওই দিনই বিকালে সপরিবারে ভারত পালিয়ে যান রাগীব আলী। ২৪ নভেম্বর ভারতে গ্রেফতারের পর রাগীব আলীকে দেশে এনে কারাগারে পাঠানো হয়। এছাড়া ১২ নভেম্বর ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে রাগীব আলীর ছেলে আবদুল হাইকে গ্রেফতার করে জকিগঞ্জ ইমিগ্রেশন পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর