সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশের তদন্ত প্রতিবেদন চায় ফিলিপাইন

রিজার্ভ চুরি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের তদন্ত প্রতিবেদন চায় ফিলিপাইন

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা সংক্রান্ত বাংলাদেশ সরকারের তদন্ত প্রতিবেদন চেয়েছে ফিলিপাইন সরকার। তবে অর্থমন্ত্রী বলেছেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। সেটা  ফিলিপাইনকে দেওয়া হবে না। গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নেতৃত্বে এ সংক্রান্ত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থবিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম ইউনুসুর রহমান উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, ‘ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া টাকার বিষয়ে তদন্তের প্রতিবেদন চেয়েছে। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ প্রতিবেদন তাদের দেওয়া হবে না। এশিয়া প্যাসিফিক গ্রুপ (এপিজি) বাংলাদেশের পক্ষে আইনি লড়াই করবে। ফিলিপাইন কর্তৃপক্ষ দুটি মামলা  করেছে। এটা তাদের বিষয়, আমরা শুধু খবর রাখব। কাজেই আমরা মামলা করব কিনা- সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ অর্থমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাধ্যমেই ক্যাসিনোতে গেছে। কাজেই এই টাকা রিজাল ব্যাংক কীভাবে দাবি করে- সেটা আমার বোধগম্য নয়। এ ঘটনার জন্য আরসিবিসিই দায়ী। এ ব্যাপারে আরসিবিসির কথা সরকার মোটেই গ্রাহ্য করছে না। ফেডারেল রিজার্ভ থেকে যে টাকা সরানো হয়েছে সেটা অবশ্যই বাংলাদেশের টাকা। সেটা আমরা অবশ্যই ফেরত পাব। এরই মধ্যে যে ২৯ মিলিয়ন দেশটির সুপ্রিম কোর্ট ফ্রিজ করেছে- সেটি সে দেশের সরকারের হাতে আছে। ফলে এ অর্থ ফেরত পাওয়ার বিষয়ে কোনো সন্দেহ নাই। আর ফিলিপাইন সরকারকে সে বার্তাই দেওয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর