সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মাদকবিরোধী অভিযান চালানোয় তিন পুলিশের হাত-পা ভেঙে দিয়েছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মাদকবিরোধী অভিযান চলাকালে হামলা চালিয়ে তিন পুলিশের হাত-পা ভেঙে দিয়েছে ছাত্রলীগ। হামলায় আহতরা হলেন সীতাকুণ্ড থানার এএসআই মিজানুর রহমান ও মোহিনসহ তিন পুলিশ সদস্য। গুরুতর আহত এএসআই মিজানকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার রাতে সীতাকুণ্ড পৌরসভার চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন স্থানীয় মাদক ব্যবসায়ী শাওন। তিনি সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে মিজানকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা শাওনের নেতৃত্বে পৌরসভার চৌধুরী পাড়ায় গড়ে ওঠে মাদকের হাট। ওখানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা গিয়ে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক কিনতেন। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়।

সর্বশেষ খবর