সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিশ্বব্যাংকের অর্থায়নে বিআরটি রুট নির্মাণে সরকার সম্মত

নিজস্ব প্রতিবেদক

শাহজালাল বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত দ্রুতগতির বাস সার্ভিস বা বিআরটি রুট নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে    বিশ্বব্যাংকের ছয় সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী মাসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ঢাকায় আসছে বিশ্বব্যাংকের একটি ফ্যাক্টস ফাইন্ডিং মিশন। পরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৈঠক সম্পর্কে জানান, বাস র‌্যাপিট ট্রানজিট রুট-৩ এর নির্মাণ কাজে বিশ্বব্যাংক অর্থায়ন করতে চায়। প্রথম পর্যায়ে বিমানবন্দর হতে মহাখালী পর্যন্ত প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে দ্রুত কাজ শুরু করতে চায়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চট্টগ্রামে হতে কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত ২২৫ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করতে প্রয়োজনীয় অর্থায়নে বিশ্বব্যাংককে প্রস্তাব দেয়া হয়েছে। আশা করছি, বিশ্বব্যাংক এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের অপারেশনস ম্যানেজার রাজশ্রী এস. পারালকারের নেতৃত্বে দক্ষিণ এশিয়া বিষয়ক পরিবহন ও আইসিটির প্রাকটিস ম্যানেজার কারলে গঞ্জালেজ কার্ভাজল, সিনিয়র আরবান ট্রান্সপোর্ট স্পেশালিস্ট শিজ সাকাকি ও সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট আশিষ ভদ্র এবং ঢাকা অফিসের প্রোগ্রাম লিডার লিয়া কারোল সিঘার্ট এই বৈঠকে অংশ নেন। এ সময় ডিটিসিএর নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফারুক জলিল ও মোহাম্মদ বেলায়েত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর