সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নদী দখল ও দূষণমুক্ত রাখতেই হবে

নিজস্ব প্রতিবেদক

নদী দখল ও দূষণমুক্ত রাখতেই হবে

ব্রতীর চেয়ারপারসন শারমিন মুর্শিদ বলেছেন, নদী দখল ও দূষণমুক্ত রাখা আমাদের নৈতিক দায়িত্ব। রাজধানী ঢাকাকে বাঁচাতে হলে নদীর অবৈধ দখলদার ও দূষণমুক্ত রাখতে হবে। কারণ এই দূষণ পরবর্তী প্রজন্মের ওপরও প্রভাব ফেলছে। তিনি গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকা শহরের চারপাশে নদীর পানি দূষণে বিশ্লেষণাত্মক গবেষণা’ তুলে ধরতে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। নদীবিষয়ক এ অনুষ্ঠানের আয়োজন করে ব্রতী ও প্লাজমা প্লাস নামের সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নদী বা পানি দূষণ করে কখনই কোনো রকম অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। সেমিনারে আরও বক্তব্য রাখেন বাপা সভাপতি এম এ মতিন ও নদী বিশেষজ্ঞ শরীফ জামিল। বক্তারা ঢাকা শহরের চারপাশের নদীগুলোর দূষণের মাত্রা তুলে ধরে বলেন, নিয়ম অনুযায়ী নদীগুলোতে ডিসলভ অক্সিজেনের পরিমাণ ৫ এর নিচে আসতে পারবে না। কিন্তু আমরা নদীগুলোর পানি যা পাচ্ছি তা মাত্র ৩ থেকে ৪। ঢাকা শহরে ১৭ মিলিয়ন মানুষের বসবাস, তাদের জন্য প্রতিদিন ২৫০০ থেকে ৩০০০ এমএলডি খাবার পানির প্রয়োজন। এই প্রয়োজন মেটানো হয় শতকরা ৭৮ ভাগ ডিপ টিউবওয়েলের পানি দিয়ে। এর মধ্যে উপরিভাগের পানি মাত্র শতকরা ২২ ভাগ। নদীগুলো ব্যাপকভাবে দূষিত হওয়ায় উপরিভাগের পানি ব্যবহার করা যাচ্ছে না। সেমিনারে পানিসম্পদ মন্ত্রী জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বুড়িগঙ্গায় যে জায়গা পরিষ্কার করা হয়েছিল, সাত দিন পরে সেগুলো আবার আগের মতো হয়েছে। সে জন্য জনসচেতনতা বাড়াতে হবে। আগে নদী রক্ষা করতে হবে। নদী ড্রেজিং করতে হবে।’ তিনি উল্লেখ করেন, অপরিকল্পিতভাবে শিল্প গড়ে ওঠার কারণে নদী দূষণ হচ্ছে। ভবিষ্যতে আর কোনো শিল্প-প্রতিষ্ঠান যেন ইটিপি ছাড়া না হয়, তা দেখতে হবে। সেমিনারে বাপা সভাপতি এম এ মতিন বলেন, নদী আমাদের রক্ষা করে। মানুষ নদীর বিরুদ্ধে নয়। কিন্তু সেই মানুষই নদী দূষণ করছি। আমরা নদীকে ড্রেন মনে করি, সম্পদ মনে করি না। এই নদীগুলো বাঁচাতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নদী বিশেষজ্ঞ শরীফ জামিল বলেন, বুড়িগঙ্গা এখনো টেমসের মতো খারাপ হয়ে যায়নি। টেমসে তো খারাপ বাস ফেলা হতো, কিন্তু বুড়িগঙ্গায় তা হয়নি। তিনি বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোকে বিশুদ্ধ করার দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর