মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশের মতো অপরিকল্পিত নগরায়ণ বিশ্বের কোথাও নেই

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মতো অপরিকল্পিত নগরায়ণ বিশ্বের কোথাও নেই

ড. ওয়াহিদউদ্দিন

বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, বাংলাদেশের মতো অপরিকল্পিত উন্নয়ন এবং নগরায়ণের চাপের দৃষ্টান্ত বিশ্বের কোথাও নেই। এ জন্য তিনি উন্নয়নের জন্য নগরায়ণ ও শিল্পায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যে কোনো উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার সময় পরিবেশগত লাভ-ক্ষতির যথাযথ মূল্যায়ন করতে হবে। প্রকল্পের ক্ষেত্রে শুধু পরিবেশ ছাড়পত্রই যথেষ্ট নয়, মূল প্রকল্প মূল্যায়নের সময়ই পরিবেশের সঙ্গে প্রকল্পের সম্পৃক্ততা নির্ণয় করে ব্যবস্থা নিতে হবে। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবেশগত বিষয়গুলোতে সতর্ক থেকে উন্নয়নকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন। সংবাদ সম্মেলনে আগামী ১৪ ও ১৫ জানুয়ারি ঢাকায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও পরিবেশ’ বিষয়ক সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এ প্রসঙ্গে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, যে কয়টি বিষয় নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার সবকটিই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের চ্যালেঞ্জগুলোর বিষয় চিন্তা করে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেহেতু আমাদের দেশে ভূমি, নদী ও বন দখলকারী রয়েছে। ফলে পরিবশের এ দিকগুলো রক্ষায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হয়েছে— তা চিন্তার বিষয়। এ সময় বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আবদুল মতিন, অধ্যাপক খন্দকার বজলুল হক, বেনের প্রতিনিধি ড. মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর