শিরোনাম
মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ষড়যন্ত্র হচ্ছে জিয়ার মাজার নিয়ে

নিজস্ব প্রতিবেদক

ষড়যন্ত্র হচ্ছে জিয়ার মাজার নিয়ে

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরানোর ‘ষড়যন্ত্র’ যে কোনো মূল্যে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, জিয়ার কবর চন্দ্রিমা উদ্যান থেকে সরানোর ষড়যন্ত্র বাস্তবায়ন করা হলে তার মাধ্যমে সরকার নিজেদের পতনে স্বেচ্ছায় স্বাক্ষর করবে। গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এ কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী, এবিএম মোশাররফ হোসেন, মুনির হোসেন, বেলাল আহমেদ ও আবদুল আউয়াল খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ বলেন, বিশেষজ্ঞরা বলেছেন, লুই আই কানের নকশা বাস্তবায়ন কোনোভাবে সম্ভব নয়। তবু এই ভোটারবিহীন সরকার কেবলমাত্র ‘মুক্তিযুদ্ধের ঘোষক’ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের মাজারটি সরানোর চক্রান্তের নীল নকশা করছে। জনগণ কিছুতেই নীল নকশা বাস্তবায়ন করতে দেবে না। জাতীয়তাবাদী শক্তি জিয়াউর রহমানের মাজার সরানোর ষড়যন্ত্র সব শক্তি দিয়ে রুখে দেবে। রিজভী বলেন, এখন যে ষড়যন্ত্রের আভাস পাচ্ছি সেটাই আমরা বলছি। ষড়যন্ত্র বাস্তবায়ন করলে তখন আমাদের দলের নীতি-নির্ধারকরা কর্মসূচি ঠিক করবেন। সরকার প্রায় তিন কোটি ২০ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে সংসদ ভবনের মূল নকশা সংগ্রহ করেছে। অথচ এটাই যে লুই আই কানের তৈরি মূল নকশা তা আমরা জানি না, জনগণও জানে না। মূল নকশার বাইরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ন্যাম ভবন, সংসদ ভবনের চারদিকে লোহার সীমানাপ্রাচীর, র‌্যাবের কার্যালয়, স্কুলসহ অনেক স্থাপনা তৈরি হয়েছে। এমনকি মেট্রোরেল প্রকল্পটিও নকশার ভিতর দিয়ে স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। আসলে নকশাবহির্ভূত স্থাপনা অপসারণের নামে সরকারের মূল লক্ষ্যই হচ্ছে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এখান থেকে উচ্ছেদ করা। এনসিসি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারি দল যাতে ভোটারদের ভয় দেখাতে না পারে সেটির দায়িত্ব যেমন নির্বাচন কমিশনের, তেমনি নির্বাচন কমিশনের দায়িত্ব শাসকদল নির্বাচনী প্রচারণার শুরুতেই যাতে দখলের প্র্যাকটিস শুরু না করে সে ব্যপারে উদ্যোগ নেওয়া।

 

সর্বশেষ খবর