মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

তামিলনাড়ুর ‘আম্মা’ জয়ললিতা আর নেই

প্রতিদিন ডেস্ক

তামিলনাড়ুর ‘আম্মা’ জয়ললিতা আর নেই

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় মারা গেছেন। ‘আম্মা’ হিসেবে পরিচিত জয়ললিতার মৃত্যুতে সমর্থকেরা কান্নায় ভেঙে পড়েন। ভিড় জমিয়েছেন হাসপাতালের সামনে। চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে গতকাল সকালে জয়ললিতার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ভালো আছেন বলে তার দল এআইএডিএমকের পক্ষ থেকে জানানো হয়। তবে এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তিনি লাইফ সাপোর্টে আছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। জয়ললিতা ফুসফুসের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে তিন মাস ধরে এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। গতকাল সকালে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর প্রভাবশালী এই রাজনীতিকের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। জয়ললিতার দল এআইএডিএমকের মুখপাত্র সি আর সরস্বতী সকালে বলেছিলেন, আম্মা সুস্থ হয়ে উঠবেন বলে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন। ঈশ্বর আম্মার সঙ্গে আছেন, তিনি সবার মাঝে ফিরে আসবেন। বিশেষজ্ঞদের একটি দল জয়ললিতাকে চিকিৎসা দিচ্ছিলেন ও সার্বক্ষণিক নজরে রাখছিলেন। জয়ললিতাকে ইকোএমওতে (এক্সট্রা-করপোরাল মেমব্রান্স অক্সিজেন ডিভাইস) রাখা হয়েছিল। তার ফুসফুস বা হার্ট কাজ করছিল না বলে এই যন্ত্রের সাহায্যে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। ৬৮ বছর বয়সী এই রাজনীতিকের গুরুতর শারীরিক অসুস্থতার খবর শুনে তার দল এআইএডিএমকের কর্মী-সমর্থকেরা সকাল থেকেই হাসপাতালের সামনে ভিড় করেন। তারা তাদের প্রিয় আম্মার শারীরিক অবস্থার খবর জানতে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ছিলেন।

কর্মী-সমর্থকদের ভিড় ঠেকাতে এ্যাপোলো হাসপাতালের বাইরে পুলিশ মোতায়েন করা হয়। একসময়ের অভিনেত্রী জয়ললিতাকে তার লাখ লাখ সমর্থক ‘আম্মা’ বলে সম্বোধন করে থাকেন। গত ২২ সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জয়ললিতা। ওই সময় তার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, পানিশূন্যতা ও জ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তার অসুস্থতা যে অনেক বেশি মারাত্মক, পরে তা স্পষ্ট হয়।

সর্বশেষ খবর