বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জামায়াতকে বাইরে রেখে বিএনপি জোটের প্রচার কমিটি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে বাইরে রেখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে জোটের মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের নির্বাচনী প্রচার কমিটি করেছে ২০-দলীয় জোট। জোটের শরিক দলগুলোকে তিনটি দলে ভাগ করা হয়েছে। এতে জামায়াতে ইসলামীর নাম নেই। এই তিনটি দলের সমন্বয় কমিটির         প্রধান হিসেবে রয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার ও সদস্য সচিব ন্যাপ মহাসচিব  গোলাম  মোস্তফা ভুঁইয়া। গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শরিক দলগুলোর মহাসচিবদের সঙ্গে  বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমন্বয় কমিটি ঘোষণা করেন। বৈঠক সূত্র জানায়, নির্বাচনী কৌশল এবং গ্রেফতার এড়াতে প্রচার কমিটিতে জামায়াত প্রতিনিধি রাখা হয়নি। জোট প্রার্থীর পক্ষে দলটি আলাদা প্রচার চালাবে বলে বিএনপিকে জানিয়েছে। জোটের কমিটিতে জামায়াতে ইসলামীকে না রাখার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, যেহেতু জামায়াত কোনো প্রতিনিধির নাম দেয়নি, তাই দলটিকে রাখা হয়নি। পরে যখন তারা নাম দেবেন তখন দেখা যাবে। এর আগে গত সপ্তাহে সাখাওয়াতের পক্ষে নির্বাচন পরিচালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের  নেতৃত্বে দলীয় সমন্বয় কমিটি করা হয়। এ কমিটির সদস্য সচিব হয়েছেন সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। নির্বাচনী প্রচারে ২০-দলীয় জোটের তিনটি দলের মধ্যে ‘ক’ দলে আছে কল্যাণ পার্টি, ন্যাপ, বিজেপি, এনডিপি ও ডিএল।  ‘খ’  দলে আছে জাতীয় পার্টি (কাজী জাফর), জাগপা, এনপিপি, লেবার পার্টি, পিপলস লীগ, সাম্যবাদী দল। ‘গ’ দলে আছে জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, ইসলামিক পার্টি, ন্যাপ-ভাসানী ও মুসলিম লীগ। জোটের শীর্ষ নেতারা আগামী ১০ ডিসেম্বর বেলা ১১টা থেকে সাখাওয়াত হোসেনের পক্ষে প্রচারে নামবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।

এর আগে নয়াপল্টন কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় মির্জা ফখরুলের সভাপতিত্বে ২০-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে জামায়াতে ইসলামী ও এলডিপির কোনো প্রতিনিধি ছিলেন না।

সর্বশেষ খবর