বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পটকা মাছ খেয়ে পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের জৈন্তাপুরে বিষাক্ত পটকা মাছ খেয়ে দুই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ১২ জন। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। পটকা মাছে থাকা টেট্রাডোটক্সিন নামক বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মৃত্যুবরণকারীরা হলেন— জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামের আবদুর রহিম (৬০), তার ছেলে সোলাইমান হোসেন (৩৫) ও লোকমান (৩০)। একই গ্রামের আনিসুল হকের শিশু সন্তান রাহি (৯) ও মনি (৭)। ওসমানী হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসুস্থরা জানান— গত সোমবার রাতে দরবস্ত বাজার থেকে তাদের বাড়িতে পটকা মাছ কিনে নেওয়া হয়। রাতে খাওয়ার পর থেকে তারা অসুস্থতাবোধ করতে থাকেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা খারাপ হওয়ায় রাতেই তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে আবারও পটকা মাছ দিয়ে ভাত খাওয়ার পর পরিবারের অন্য সদস্যরাও অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে আবদুর রহিম ছাড়া বাকি চারজনের মৃত্যু হয়। আর আবদুর রহিমের মৃত্যু হয় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এখনো দুই পরিবারের ১২ সদস্য চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এনায়েত হোসেন জানান—পটকা মাছে টেট্রাডোটক্সিন নামক বিষ থাকে। এই বিষ এতই মারাত্মক যে কোনো মাছে বেশি পরিমাণে থাকলে তা খাওয়ার পরপরই মানুষের মৃত্যু হতে পারে।

 এই বিষ কোনো ওষুধে উপশম হয় না। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবদুস সবুর মিয়া জানান, অসুস্থদের চিকিৎসা দেওয়ার জন্য তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

সর্বশেষ খবর