বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
তিন যুবলীগ কর্মী হত্যা

খুনিদের ধরতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

নাটোর প্রতিনিধি

নিখোঁজের দুই দিন পর দিনাজপুরের কালীগঞ্জ থেকে উদ্ধার নাটোর যুবলীগের তিন কর্মীর গুলিবিদ্ধ লাশের জানাজা গতকাল শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে স্থানীয় গাড়িখানা গোরস্থানে দাফন করা হয়। এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাবেশ থেকে ৭২ ঘণ্টার মধ্যে খুনিদের তথ্য প্রকাশের আলটিমেটাম দেওয়া হয়েছে। নচেৎ নাটোরসহ উত্তরাঞ্চল অচলের হুমকি দেন বক্তারা।

প্রসঙ্গত, ৩ ডিসেম্বর রাতে নাটোর সদর উপজেলার তোকিয়া বাজার থেকে যুবলীগ কর্মী রেদোয়ান সাব্বির, সোহেল ও আবদুল্লাহকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। ৫ ডিসেম্বর দিনাজপুরের ঘোড়াঘাটে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত জানাজায় নাটোর-২ আসনের সংসদ সদস্য  শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নিহতের স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা পরিচালনা করেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা টাইমস ২৪-এর নির্বাহী সম্পাদক ও নিহত মো. আবদুল্লাহর পিতা হাফেজ মাওলানা মো. লুত্ফর রহমান। জানাজার আগে হত্যাকাণ্ডের প্রতিবাদে নাটোর জেলা ও পৌর যুবলীগ বিক্ষোভ মিছিল বের করে। কান্দিভিটুয়ায় জেলা আওয়ামী লীগ অফিস চত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক ঘুরে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শিমুল এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান থান চৌধুরী এহিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব ও পৌর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জ্বল। বক্তারা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে প্রশাসন ব্যর্থ হলে নাটোরসহ উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে।

সর্বশেষ খবর