বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

লুই কানের নকশা খোলা হবে আজ

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র থেকে আনা জাতীয় সংসদ ও আশপাশের এলাকার নকশার বাক্স যে কোনো সময়ে খোলা হতে পারে। তবে একটি সূত্র জানিয়েছে, আজ এটি খোলা হতে পারে। কয়েকদিন আগে বাংলাদেশে আসা লুই আই কানের সংসদ ভবনের মূল নকশার অনুলিপি নিয়ে করণীয় ঠিক করতে সোমবার রাতে সংসদের অধিবেশন শেষে শিরীন শারমিনের সঙ্গে বৈঠক করেন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সেখানে নকশার বাক্স খোলা ও এ বিষয়ে প্রাথমিকভাবে করণীয় নিয়ে আলোচনা হয় বলে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান। এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, স্থপতিদের সঙ্গে আলোচনা করে নকশাগুলোর ‘সর্টিং’ করা হবে। এজন্য কয়েক দিন সময় লাগবে। এরপর প্রধানমন্ত্রীকে সেগুলো দেখানো হবে। নকশা দেখানোর পর একটি সেট সংসদে রেখে দেওয়া হবে। বাকি সেটগুলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে রাখার সিদ্ধান্ত হবে সেখানে পাঠানো হবে। সংসদ এলাকায় নকশা বহির্ভূ?ত স্থাপনা উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, এ নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। এটি সরকারের নির্বাহী সিদ্ধান্তের বিষয়, সংসদের নয়। তবে সংসদের উত্তর দিকের ফটক প্রায় বন্ধ করে যে স্টুডিও নির্মাণ করা হয়েছিল, সেটি অচিরেই ভাঙার ব্যবস্থা করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর