বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অসমাপ্ত বক্তব্য দিতে আজ আদালতে যাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে আজ বৃহস্পতিবার বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেছেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে আজ বেলা ১১টায় বিশেষ আদালতে হাজির হবেন বিএনপি চেয়ারপারসন। কারণ ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে এই মামলায় ১ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়ার দেওয়া অসমাপ্ত বক্তব্য প্রদানের দিন ধার্য রয়েছে আজ। এ ছাড়াও আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করার দিনও ধার্য রয়েছে। প্রসঙ্গত, এর আগে ১ ডিসেম্বর ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ওই বিশেষ আদালতে আত্মপক্ষ সমর্থন করতে যান বেগম খালেদা জিয়া। এ সময় বিচারক তার বিরুদ্ধে আনীত অভিযোগ ও ৩২ সাক্ষীর জবানবন্দি পড়ে শোনান। বিচারক বেগম খালেদা জিয়াকে সাক্ষীদের সাক্ষ্য ও অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এ সময় আদালতে আংশিক বক্তব্য দেওয়ার পর আত্মপক্ষ সমর্থনের কপি চান খালেদা জিয়া। বিচারক তখন খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করে পরবর্তী বক্তব্যের জন্য আজ ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর