বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাবনা থেকে রংপুরের দুই মেডিকেল ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

পাবনা মেডিকেল কলেজ থেকে রংপুরের দুই ছাত্র নিখোঁজ হয়েছে। দুজনেই তৃতীয় বর্ষের ছাত্র। এদের একজন জাকির হোসেন পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, অন্যজন তানভীর আহমেদ তনয় তাবলিগ জামাতের সঙ্গে সম্পৃক্ত। সে জাকিরের ঘনিষ্ঠ বন্ধু। জানা গেছে, তনয় গত ৩০ নভেম্বর সন্ধ্যায় মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে এবং জাকির ১ ডিসেম্বর সকালে রংপুরের কাউনিয়া উপজেলার বাড়ি থেকে ট্রেনে করে ক্যাম্পাসে ফেরার পথে নিখোঁজ হয়। জাকির রংপুরের কাউনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সুরুজ্জামানের ছেলে। তনয় রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়ার সরকারি কর্মচারী নুরুল আলম সরকারের ছেলে। জাকিরের সন্ধান চেয়ে তার বাবা কাউনিয়া থানায় এবং তনয় ও জাকিরের সন্ধান চেয়ে পাবনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে ছয় দিন ধরে জাকির ও তনয়ের সন্ধান না পাওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। উদ্বিগ্ন পাবনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও তাদের সহপাঠীরাও। গত ৪ ডিসেম্বর কাউনিয়া থানায় জাকিরের বাবার দায়ের করা জিডিতে বলা হয়, ২৪ নভেম্বর বাড়িতে আসে জাকির। ১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জাকির কাউনিয়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন লালমণি এক্সপ্রেসে করে ক্যাম্পাসে রওনা দেয়। গাইবান্ধায় পৌঁছার পর তার বাবার সঙ্গে মোবাইলে শেষ কথা হয় জাকিরের। এরপর থেকে এখন পর্যন্ত তার মোবাইল বন্ধ রয়েছে। ক্যাম্পাসেও ফেরেনি জাকির। এদিকে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ রিয়াজুল হক জানান, জাকির ও তনয় ক্যাম্পাসে বয়েজ ছাত্রাবাসের পাশাপাশি কক্ষে থাকত। ৩০ নভেম্বর ক্যাম্পাস থেকে নিখোঁজ হয় তনয়। সন্ধান চেয়ে জিডি করা হলেও তাদের সন্ধান মিলছে না। দুই ছাত্র নিখোঁজের বিষয়টি আমাদের সবার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হাসান বলেন, জাকির সাংগঠনিক সম্পাদক। ভালো ছেলে। তনয় তার ঘনিষ্ঠ বন্ধু। তনয় তাবলিগ জামাতের সঙ্গে জড়িত। নিখোঁজের কারণ বুঝতে পারছি না। দুজনের সন্ধান দিতে পুলিশ ও র‌্যাবের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর