বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ব্রিটিশ হাইকমিশনারের ওপর হামলা

মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি বহাল

নিজস্ব প্রতিবেদক

মুফতি হান্নানসহ ৩ জঙ্গির ফাঁসি বহাল

সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসির রায় বহাল রেখেছে উচ্চ  আদালত।

মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে এই তিন জঙ্গির আপিল শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বিভাগ গতকাল আবেদনটি খারিজ করে দেয়। তিন আসামির মধ্যে আপিলকারী মুফতি হান্নান ও বিপুলের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আলী। আর রিপনের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হেলাল উদ্দিন মোল্লা। রায়ের পর মো. আলী জানান, তারা আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার আবেদন করবেন। উল্লেখ্য, সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজারে ২০০৪ সালের ২১ মে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করা হয়। এতে ঘটনাস্থলেই পুলিশের এএসআই কামাল উদ্দিন নিহত হন। এ ছাড়া পুলিশ কনস্টেবল রুবেল আহমেদ ও হাবিল মিয়া নামের আরেক ব্যক্তি মারা যান হাসপাতালে। আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অন্তত ৪০ জন ওই ঘটনায় আহত হন। এ মামলায় আসামিদের মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর