বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক

মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের : ড. কামাল

গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের সুযোগে যেন এই বস্তি বেদখল হয়ে না যায়। সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কোনো বস্তিবাসীকে জোর করে উচ্ছেদ করা যাবে না। প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তি সরেজমিন পরিদর্শন শেষে গতকাল বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ড. কামাল বলেন, অগ্নিকাণ্ডে কড়াইল বস্তির এক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মানুষগুলো তাদের সঞ্চয় হারিয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বাইরে থেকে কেউ যাতে বস্তি জবরদখল করতে না পারে। এরশাদের আমলে বস্তি উচ্ছেদের সময় আমি বুলডোজারের সামনে দাঁড়িয়ে বাধা দিয়েছি। বস্তিবাসীরাও মানুষ। তারা তো কোনো অপরাধী না। তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে বস্তি উচ্ছেদ করা যাবে না। ড. কামাল অগ্নিকাণ্ডের তদন্ত দাবি করে বলেন, সঠিক তদন্ত করতে হবে। তদন্তের নামে কোনো ঘটনা আড়াল করা যাবে না। এসব ঘটনার তদন্তের অগ্রগতি কী হয় সে ব্যাপারে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন করতে হবে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, দেশের মানুষ গুম হয়ে যাচ্ছে। এগুলো কী? নারায়ণগঞ্জ সিটি নির্বাচন প্রসঙ্গে ড. কামাল বলেন, আমরা দেখে এসেছি প্রতিটি নির্বাচনের সামনে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়। এখানে যেন এমনটি না হয় এটাই আমাদের প্রত্যাশা থাকবে। রামপাল ইস্যুতে তিনি বলেন, এ ব্যাপারে কোনো তথ্য গোপন করা যাবে না। তথ্য জানাতে হবে। গোপন কিছু করে এখানে হাত দেওয়া যাবে না। কারণ, পার্শ্ববর্তী দেশে এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলা হয়েছিল। কিন্তু সে দেশের নাগরিকদের প্রতিবাদে তা সম্ভব হয়ে ওঠেনি। সংবাদ সম্মেলনে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু লিখিত বক্তব্য পাঠ করেন। সেখানে উল্লেখ করা হয়, এর আগেও পুনর্বাসন ছাড়াই বস্তিবাসীদের উচ্ছেদ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু উচ্চ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ও স্থিতাবস্থা বজায় রাখার আদেশের ভিত্তিতে বস্তিবাসীরা এখনো বসবাস করে আসছেন। কিন্তু অগ্নিকাণ্ডের পর বস্তিবাসীরা গৃহহীন। তারা শীতে কষ্ট পাচ্ছেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর