বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিচারক নিয়োগ আইন চান প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

বিচারক নিয়োগ আইন চান প্রধান বিচারপতি

সুপ্রিমকোর্টে বিচারক নিয়োগে আইন চেয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, ‘আইনমন্ত্রীও আমাকে বলেছেন। গত সভায় তিনি আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছেন, বিচারক নিয়োগের জন্য একটা আইন করা যায় কি না। আমি তাকে অভিনন্দন জানাই। আমি নিজেও চাই, এটি হোক। বিচারক নিয়োগ আইনের মাধ্যমে হোক—তা  আমরা সবাই চাই। পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আশা করি, এটি করতে পারব’। গতকাল সন্ধ্যায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  সভায় বক্তব্য রাখেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী লায়েকুজ্জামান মোল্লা, ড. বশির আহমেদ প্রমুখ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সভায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন নিয়োগ বন্ধ রেখে বিচারক নিয়োগে আইনের বিষয়টি উত্থাপন করেন। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি আরও বলেন, ‘স্বচ্ছতায় বিচারক নিয়োগ আমিও চাই। এখন সুপ্রিমকোর্টে বিচারকের কয়েকজন অবসরে গেছেন, আরও কয়েকজন যাবেন। এখন যদি নিয়োগ বন্ধ করি, তাহলে বিচার ব্যবস্থা স্থবির হয়ে যাবে।’ দ্রুত আদেশ পাওয়ার বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘রিসার্চ উইং করার একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পেন্ডিং আছে। রিসার্চ উইং যদি হয়ে যায়, তাহলে যেদিন অর্ডার হবে সেদিনই কম্পিউটারে কপিগুলো দেওয়া সম্ভব হবে।’ বাংলায় রায় দেওয়া প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘বিভিন্ন কারণে বাংলায় রায় দেওয়া সম্ভব হচ্ছে না। তবে খুব খুশির খবর, হাইকোর্টের বেশকিছু বিচারক সুন্দর করে বাংলায় রায় দিচ্ছেন। বিচারপতি খায়রুল হক ও এবাদুল হক এটির প্রচলন করেছেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর