বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিপিএল ফাইনালে ঢাকা রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের ফাইনাল আগামীকাল। এরপরই শেষ হবে অর্থের ঝনঝনানির টুর্নামেন্ট। মাশরাফি, মুশফিক, তামিম, সাকিবরা উড়ে যাবেন সিডনি এবং এরপর নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামার আগে জাতীয় দলের ক্রিকেটাররা সঙ্গে নিয়ে যাবেন বিপিএল খেলার আত্মবিশ্বাস। বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। প্রথম কোয়ালিফাইয়ে খুলনা টাইটানসকে ৫৪ রানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ঢাকা। গতকাল দ্বিতীয় কোয়ালিফাইয়ে রাজশাহী ৭ উইকেটে হারিয়েছে খুলনাকে। রাজশাহীকে ফাইনালে টেনে তুলেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন ছক্কা হাঁকিয়ে। এলিমিনেটরে চিটাগং ভাইকিংসকে হারিয়ে কোয়ালিফাইয়ে জায়গা করে নেয় রাজশাহী কিংস। প্রথম কোয়ালিফাইয়ে ঢাকার কাছে হেরে দ্বিতীয় কোয়ালিফাইয়ে খেলতে নামে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। গতকাল শীতের সন্ধ্যায় প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান করে খুলনা। সর্বোচ্চ ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন আরিফুল হক। খুলনাকে টেনে ধরেন বাঁ-হাতি ইংলিশ স্পিনার সামিত প্যাটেল। ৪ ওভারের স্পেলে প্যাটেল ১৯ রানে ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। ফাইনালে উঠতে রাজশাহীর দরকার ১২৬ রান। সেই টার্গেটে খেলতে নেমে শুরুতে ভালো করতে পারেনি। কিন্তু শেষ দিকে চতুর্থ উইকেট জুটিতে সাব্বির রহমান ও ফ্রাঙ্কলিন ৫.৫ ওভারে ৬২ রান যোগ করলে ৪ বল হাতে রেখেই ফাইনালে জায়গা করে নেয় রাজশাহী। সাব্বির ৫২ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং ফ্রাঙ্কলিন ২৪ বলে খেলেন ৩০ রানের অপরাজিত ইনিংস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর