শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ভারত সফর স্থগিত

কূটনৈতিক প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর পিছিয়ে যাচ্ছে। ১৮ ডিসেম্বর তার চার দিনের সফরে নয়া দিল্লি যাওয়ার কথা থাকলেও গতকাল শেষ মুহূর্তে তা বাংলাদেশের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে। ঢাকায় কূটনৈতিক সম্পর্কের দায়িত্বে থাকা শীর্ষস্থানীয়দের এক বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়। তবে সফর স্থগিতের কোনো স্পষ্ট কারণ বলা হয়নি ঢাকা ও দিল্লির পক্ষ থেকে। অবশ্য দুই দেশের কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করে শিগগির নতুন তারিখ নির্ধারণ করবেন বলে জানিয়েছেন ঢাকার কর্মকর্তারা। এ সফর ছিল গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের ফিরতি সফর। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, ‘প্রস্তুতি চলার মধ্যে স্থগিত হওয়া এ সফর চলতি ডিসেম্বরে আর হচ্ছে না, তা নিশ্চিত। দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের পর তারিখ নির্ধারণ হবে।’ জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের জানুয়ারিতে সর্বশেষ দ্বিপক্ষীয় সফরে ভারত গিয়েছিলেন। ওই সময় দুই দেশের মধ্যে ৫০ দফার যে যৌথ ইশতেহার ঘোষিত হয় তা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যুগের সূচনা করে। বন্ধুত্বের সম্পর্ক নিবিড় হয়। ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন। এসব সফরের প্রতিবারই ভারতের পক্ষ থেকে তিস্তার পানিবণ্টন চুক্তির অঙ্গীকার করা হয়। তবে এখন পর্যন্ত তিস্তা চুক্তি হয়নি। নয়া দিল্লির পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতায়ই তিস্তা চুক্তি হয়নি। এখন আবার নতুন করে বিরোধ শুরু হয়েছে মোদি সরকারের সঙ্গে মমতার। তাই শেখ হাসিনার আসন্ন ভারত সফরেও তিস্তা চুক্তি অনিশ্চিত। তবে নিরাপত্তাসহ নানান ইস্যুতে এবার ২০টি চুক্তির প্রস্তুতি নিচ্ছিল দুই দেশ। এর মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারসংক্রান্ত চুক্তিও হওয়ার কথা ছিল এ সফরে।

সর্বশেষ খবর