শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’

ঢাকা ও ফরিদপুরে চার ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকার অদূরে কেরানীগঞ্জ ও ফরিদপুর সদরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন। তারা হলেন কেরানীগঞ্জে মনতাজুল ইসলাম (৩৫) ও সাইদ আহমেদ ওরফে সবুজ (৩২) এবং ফরিদপুরে ফারুক ফকির (৪৫) ও হৃদয় হোসেন মানিক ওরফে ল্যাংড়া মানিক (৩০)। পুলিশের দাবি, চারজনই ডাকাত দলের সদস্য।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে কেরানীগঞ্জের নবাবগঞ্জ-দোহার সড়কের পোড়াহাটি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মনতাজ ও সবুজ নামে দুজন নিহত হন। এ সময় ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। মনতাজ ডাকাত দলের নেতা। তার বাবার নাম মরণ হোসেন তালুকদার। বাড়ি শরীয়তপুরের পালং উপজেলার পন্নির চর গ্রামে। তবে সবুজের পরিচয় বিস্তারিত জানা যায়নি। ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বলেন, মনতাজ ও সবুজ মাইক্রোবাস দিয়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সোনার দোকানে ডাকাতি করে আসছিলেন। ঘটনার দিন রাতে কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পোড়াহাটি অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মনতাজ ও সবুজকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনতাজের একটি ফেসবুক পেজ আছে। সেখানে বিভিন্ন সময় সরকারবিরোধী বিভিন্ন পোস্টও দেখা গেছে। এদিকে ফরিদপুর সদরের পিয়ারপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ফারুক ও মানিক নামে দুজন নিহত হয়েছেন। বুধবার রাতের এ ঘটনায় একটি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি ও আটটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এএসপি মহিউদ্দিন আহমেদ জানান, শহরতলির ঢাকা-বরিশাল মহাসড়কের খন্দকার নুরু মিয়া বাইপাসের পিয়ারপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাত গোলাগুলি করছে— এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে ঘটনাস্থলে দুজনকে পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, ফারুকের বাড়ি শরীয়তপুরের পালং উপজেলার পশ্চিম চররোসন্দি আর মানিকের বাড়ি বরগুনার বেতাগী উপজেলার কদমতলা গ্রামে। পুলিশ বলছে, এ দুজন সম্প্রতি ফরিদপুর শহরের নীলটুলীতে মেঘনা জুয়েলার্সে ডাকাতির ঘটনায় জড়িত।

 

সর্বশেষ খবর