শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মন্ত্রী মেনন যা বললেন

সাভার প্রতিনিধি

মন্ত্রী মেনন যা বললেন

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় দোষী সবার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন   বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। গতকাল দুপুরে সাভারে গণ বিশ্ববিদ্যালয় আয়োজিত কিউবার প্রয়াত প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর স্মরণসভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিমানে ত্রুটির ঘটনায় বিমান কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শেষ করেছে। এখন চূড়ান্ত ফল পেলেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া হাঙ্গেরি যাওয়ার পথে বিমানে যান্ত্রিক ত্রুটি ও চার ঘণ্টা বিলম্ব হওয়ার কারণ জানতে চেয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, চলতি বছরের ৭ জুন রানওয়েতে ধাতব বস্তু পড়ে থাকার বিষয়টি এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানটি অতিরিক্ত প্রায় ১৫ মিনিট আকাশে উড়তে বাধ্য হয়েছিল বলেও জানান তিনি। তিনি জানান, পৃথক দুটি ঘটনায় আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে মন্ত্রী গণস্বাস্থ্যর পিএইচএ ভবনে ফিদেল কাস্ত্রোর স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ। রেজিস্ট্রার দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর