শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

জঙ্গিবাদ বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ

বাগেরহাট প্রতিনিধি

জঙ্গিবাদ বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ

আইজিপি এ কে এম শহীদুল হক

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিরা কোনো বিশেষ ধর্মের লোককে মারে না। তারা মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাইকে হত্যা করছে। জঙ্গিবাদ বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ।

গতকাল দুপুরে বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আইজিপি  বলেন, আমরা জঙ্গিদের জঙ্গি হিসেবেই দেখি। এদের সংখ্যা খুব বেশি নয়। জঙ্গিদের শক্তি আমরা ভেঙে দিয়েছি। তারা অত্যন্ত দুর্বল অবস্থায় আছে। জনগণের সম্পৃক্ততায় অল্প সময়ের মধ্যে এদের নির্মূল করতে সক্ষম হব। মাদকের সঙ্গে অপরাধের সম্পৃক্ততার কথা উল্লেখ করে  তিনি বলেন, শিশুকাল থেকে  মাদকের ভয়াবহতা তুলে ধরতে হবে। যাতে তারা কখনোই বিপথগামী না হয়। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।  

ব্রিটিশ ও পাকিস্তানি আমলে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে কমিউনিটি পুলিশিং-এর মাধ্যমে  সেই দূরত্ব কমিয়ে আস্থা ও বিশ্বাসের পরিবেশ তৈরি করতে  পেরেছি। ‘থানার দালাল তাড়াতে হলে পুলিশের সঙ্গে আপনাদের দূরত্ব কমাতে হবে। দালাল তাড়ানোর দায়িত্ব নিতে হবে আপনাদের’ বলে সমাবেশে মন্তব্য করেন আইজিপি। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- খুলনার বিভাগীয় কমিশনার  আবদুস সামাদ, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ  মাঝি, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, বাগেরহাটে পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট  মোজাফ্ফর হোসেন প্রমুখ।

 

সর্বশেষ খবর