শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আলোচনার আগে ক্ষমা চাইতে হবে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আলোচনার আগে ক্ষমা চাইতে হবে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীর দল জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ না করলে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনার সুযোগ নেই। তারা স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী-প্রধানমন্ত্রী বানিয়েছে। রাজনীতিতে পুনর্বাসন করেছে। ক্ষমতায় থাকতে আজিজ মার্কা কমিশন গঠন করে ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল। কাজেই নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলার আগে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের শাবাশ বাংলাদেশ মাঠে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন-পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। নবীনদের উদ্দেশে সাইফুর রহমান সোহাগ বলেন, এক সময় এ রাজশাহীতে অপশক্তির প্রভাব ছিল। মনে করবেন না জামায়ত-বিএনপি এখন ঘুমিয়ে গেছে। তারা আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করবে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করবে। আপনাদেরই স্বাধীনতাবিরোধী এ অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে আমরা যুদ্ধ ঘোষণা করতে চাই। সেই যুদ্ধ হবে মেধার যুদ্ধ। তবে আমাদের ওপর যদি আঘাত আসে তাহলে আমরা হাত গুটিয়ে বসে থাকব না। আমি রাবি ছাত্রলীগের নেতা-কর্মীকে নির্দেশ দিয়ে যাচ্ছি, আপনারা শিবির-ছাত্রদলের আঘাতের পাল্টা জবাব দেবেন।

সর্বশেষ খবর