শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

আইভীকে জয়ী করে আনবই

—শামীম ওসমান

নারায়ণগঞ্জ-সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

আইভীকে জয়ী করে আনবই

জাতীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে ‘ছোট বোন’ অভিহিত করে বলেছেন, ‘আইভী যোগ্য প্রার্থী। তাকে জয়ী করে আনবই।’ তিনি গতকাল বিকালে ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করছিলেন। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের ‘আইভী ভাঙা নৌকায় উঠেছেন-আইভীর নৌকা শীতলক্ষ্যায় ডুবে যাবে’ এমন মন্তব্যের জবাব দেওয়ার জন্যই এ সংবাদ সম্মেলন। টানা ২৯ মিনিট বক্তৃতা শেষে শামীম ওসমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, চন্দন শীল, গোপীনাথ দাস, সাইফুল্লাহ বাদল, শওকত আলী, জি এম আরাফাত, শাহ নিজাম, জাকিরুল আলম হেলাল, মজিবুর রহমান, হাজী ইয়াসিন প্রমুখ। আইভীর প্রার্থিতা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘তার প্রার্থিতা নিয়ে কোনো দ্বিমত ছিল না। তবে অন্য পছন্দ ছিল। আমাদের যেখানে চিন্তার শেষ, আমাদের আদর্শের মা শেখ হাসিনার চিন্তা সেখান থেকে শুরু। তিনি আইভীর হাতে নৌকা তুলে দিয়েছেন। শুধু আইভীই নৌকা চালাবেন না, লাখ লাখ মানুষ যত বড় ঢেউ আসুক, যত স্রোতই থাকুক নৌকা চালিয়ে নেবে।’ শামীম ওসমান বলেন, ‘আইভীর বিজয় সুনিশ্চিত করা আমাদের পক্ষ থেকে হবে আইভীর জন্য সারপ্রাইজ।’ সংবাদ সম্মেলনে শামীম ওসমান নৌকা অঙ্কিত দুটি শাড়ি দেখিয়ে জানান, তিনি এগুলো উপহার হিসেবে তার ছোট বোন আইভীর কাছে পাঠাচ্ছেন। বিএনপি নেতা গয়েশ্বরের মন্তব্যকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে শামীম ওসমান বলেন, ‘পত্রিকায় দেখেছি, বিএনপি নেতারা হয়তো ভুলে গেছেন যে, আওয়ামী লীগের জন্মস্থান নারায়ণগঞ্জ। এখানে আওয়ামী লীগ এক ও ঐক্যবদ্ধ। বেগম খালেদা জিয়া স্থানীয় তিন তিনজনকে অনুরোধ করেও প্রার্থী দাঁড় করাতে পারেননি। কারণ তারা জানেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচন করে জিততে পারবেন না। তারা এও জানেন, বিএনপি একটি গণবিচ্ছিন্ন দল।’ তিনি বলেন, ‘নৌকা নিয়ে কথা বলার আগে বিএনপির নেতারা হয়তো এও ভুলে গেছেন আইভী যে নৌকার মাঝি সে নৌকার একটি বৈঠা আমার হাতে। সুতরাং সে নৌকা ডুববে না।’ শামীম ওসমান বলেন, ‘২২ ডিসেম্বর নির্বাচনে শীতলক্ষ্যায় গয়েশ্বর রায় ডুবে যাবেন। কারণ নৌকা শুধু আইভীর প্রতীক নয়, নৌকা আওয়ামী লীগের প্রতীক, নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক।’ দু-একটি গণমাধ্যমের সমালোচনা করে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে এলেই তারা একে সন্ত্রাসের জনপদ হিসেবে দেখানোর চেষ্টা করে। ১৯৮১ সালে হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগের মনির, চাষাঢ়ায় দলীয় অফিসে হামলায় নিহত নেতা-কর্মী, মেধাবী ছাত্র ত্বকি ও সাত খুনের সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন, ‘এসব হত্যাকাণ্ডের বিচার চাই। যদি নারায়ণগঞ্জ সন্ত্রাসের জনপদই হতো তাহলে এর আগে আমার পরিবারকে নির্মমভাবে প্রহার করা হয়েছে, আমার ভাই নাসিম ওসমানের ফ্যাক্টরিতে হামলা করা হয়েছে। কই আমি তো তার প্রতিশোধ নিইনি।’ আইভী-শামীমের দ্বন্দ্ব নিয়ে পত্রিকায় লেখালেখির প্রসঙ্গে তিনি বলেন, ‘পত্রিকায় লেখার কারণ হচ্ছে আমরা যেন রিঅ্যাক্ট করি। এতে আওয়ামী লীগের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। জামায়াত-বিএনপির সুবিধা হবে। আসলে এসব করে লাভ নেই। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এক ছিল, আছে, থাকবে। এ ছাড়া আমার ছোট বোন আইভীরও রাজনৈতিক পরিপক্বতা এসেছে। সেও এ নিয়ে কিছু বলবে না।’ শামীম ওসমানের বাবা প্রয়াত ভাষাসৈনিক এ কে এম সামসুজ্জোহাকে নিয়ে আইভীর বিরূপ মন্তব্য প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘আমার বিশ্বাস, আইভী ওই ধরনের কোনো কথা বলেননি। সস্তা জনপ্রিয়তা ও টিআরপি বাড়ানোর জন্য গণমাধ্যম এমন সংবাদ পরিবেশন করেছে। তিনি যদি বলেও থাকেন তাহলে সেটা যারা গণমাধ্যমে দিয়েছেন তারা দলের জন্য ভালো কাজ করেননি।’ নৌকার পক্ষে আপনি (শামীম) যদি মাঠে না নামেন তাহলে কি আইভীর জয়-পরাজয়ের জন্য ফ্যাক্টর হবে?— জবাবে শামীম ওসমান বলেন, ‘কোনো ব্যক্তির ওপর নৌকার জয় নির্ভর করে না। নৌকা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী কোটি কোটি মানুষের প্রতীক। কাজেই নৌকার জয় সুনিশ্চিত।’ এক প্রশ্নের জবাবে শামীম ওসমান সহাস্যে বলেন, তিনি অবশ্যই আইভীকে শাস্তি দেবেন। শাস্তিটা হচ্ছে বিজয়ী আইভি গণভবনে তাকে আইসক্রিম খাওয়াবেন। তিনি বলেন, ‘আইভী আমার বিরুদ্ধে বলেছে, আমিও যে তার বিরুদ্ধে বলিনি তা কিন্তু নয়। তবে সব দুঃখ-বেদনা ভুলে গেছি। সে যতটুকু ভুল করেছে, তার চেয়ে বেশি আমি করেছি। কারণ আইভী আমার ছোট বোন। আমি তার বড় ভাই।’ কেন্দ্রের চাপে পড়ে সংবাদ সম্মেলন করছেন কিনা— জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নাটক করি না। চাপ দিয়ে কেউ আমায় কিছু করাতে পারে না।’

আইভী : নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী গতকাল সন্ধ্যায় নগরীর চাঁদমারি এলাকায় সাংবাদিকদের বলেন, ‘শামীম ওসমান একজন সংসদ সদস্য। তিনি জনগণের জন্য কাজ করবেন। তিনি কেন পদত্যাগ করতে যাবেন! আচরণবিধি লঙ্ঘনের কারণে তিনি প্রচারণায় নামতে পারবেন না। আমি মনে করি, শনিবার (আজ) থেকে আওয়ামী লীগের সবাই নৌকার পক্ষে আরও জোরালোভাবে কাজ করবেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর