শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালটা ফাইনালের মতো হলো না। একপেশেই হলো। দর্শকে ঠাসা  স্টেডিয়ামে বিপিএলের চতুর্থ আসরের সেরা দল হতে বেশি সময় নিল না ঢাকা ডায়নামাইটস। ১৪ বল বাকি থাকতেই রাজশাহী কিংসকে অলআউট করে শিরোপা জয় করে নিল সাকিবের দল। লড়াই করলেন সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, ডুইন ব্রাভো, এভিন লুইস, সাব্বির রহমান, ড্যারেন স্যামি, জেমস ফ্রাঙ্কলিন, সামিত প্যাটেলরা। শীতের রাতে ৫৬ রানে রাজশাহীকে হারিয়ে বিপিএলের চতুর্থ  আসরে শিরোপা জিতেছে ঢাকা ডায়নামাইটস। প্রথম ও দ্বিতীয় আসরেও শিরোপা জিতেছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং তৃতীয় আসরে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

লিগ পর্বের প্রথম লড়াইয়েই রাজশাহীর কাছে হেরেছে ঢাকা। একাই পদ্মাপাড়ের দলটিকে জয় উপহার দিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। গতকাল ফাইনালে প্রথমে ব্যাট করে ঢাকা ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রানের লড়াকু ইনিংস খেলে। যদিও শুরুটা ভালো হয়নি ঢাকার। ২৩ রানে হারায় ড্যাসিং মেহেদি মারুফলকে। ক্যারিবীয় ওপেনার লুইস, শ্রীলঙ্কান সাঙ্গাকারা দলকে টেনে নিয়ে যান। লুইস ৪৫ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন মাত্র ৩১ বলে ৮ চারে। সাঙ্গাকারা ৩৬ রান করেন ৩৩ বলে ২ চার ও এক ছক্কায়। রাজশাহীর বোলাররা এতটাই নিয়ন্ত্রিত বোলিং করেন যে, ঢাকার ব্যাটসম্যানরা সাকল্যে ২টি ছক্কা মেরেছেন। সাঙ্গা ছাড়া বাকি ছক্কাটি মারেন ডুইন ব্রাভো। রাজশাহীর সফল বোলার ছিলেন ফরহাদ রেজা। ২৮ রানে নেন ৩ উইকেট।

১৬০ রানের টার্গেট রাজশাহীর ইনিংস শেষ হয় ১৭.৪ ওভারে ১০৩ রানে।

সর্বশেষ খবর