শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সন্ত্রাসী রুখতে যৌথ পদক্ষেপে ঢাকা-দিল্লি

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসী রুখতে যৌথ পদক্ষেপে ঢাকা-দিল্লি

হংসরাজ আহির

সন্ত্রাসবাদী কর্মকাণ্ড রুখতে যৌথভাবে পদক্ষেপ নিয়েছে ঢাকা-দিল্লি, জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। তিনি বলেন, মাদক, চোরাচালান ও জাল নোটের মতো অপরাধ বাংলাদেশ ও ভারত উভয় দেশেরই। দুই দেশই এ ধরনের অপরাধের বিরুদ্ধে লড়ছে। এ কারণেই  যৌথ পদক্ষেপ। গতকাল ঢাকার বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেন, অপরাধীরা সন্ত্রাসী কর্মকাণ্ড শেষে পালিয়ে যাচ্ছে সীমান্তের ওপারে। অন্যদেশে গা-ঢাকা দিয়ে থাকে। কিন্তু ভারত ও বাংলাদেশের সরকারের মধ্যে বোঝাপড়াটা চমৎকার। কোনো দেশের ড্রাগ বা অন্য কোনো অপরাধ সংক্রান্ত বিষয়ের তথ্য এক দেশ আরেক দেশকে দিতে বদ্ধপরিকর থাকবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজের ভারত সফর নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে হংসরাজ আহির বলেন, প্রতিবেশী দেশ পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়। সেটা আলাদা বিষয়। ভারতের ৫০০ ও ১ হাজার (রুপি) টাকার নোট বাতিল প্রসঙ্গে হংসরাজ আহির বলেন, অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী যারা বিজেপির সঙ্গে জোটবন্ধনে নেই, তারাও নোট বাতিলের ইস্যুতে কেন্দ্রের পাশে আছে। এদের মধ্যে বিহার, ওড়িশা,  তেলেঙ্গানা উল্লেখযোগ্য। জয়ললিতার মৃত্যু পরবর্তী তামিলনাড়ু প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে   কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কেমন কাজ করবে তা বলা উচিত নয়। তবে আশা করি আম্মা জয়ললিতার উত্তরসূরি পনিরসেভাম কৃতিত্ব ও সাফল্যের সঙ্গেই রাজ্য পরিচালনা করবেন।

সর্বশেষ খবর