শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সম্পদের হিসাব দিতে হবে দুদক কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক

সম্পদের হিসাব দিতে হবে দুদক কর্মকর্তাদের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমদ বলেছেন, দুদকের কর্মকর্তা ও কর্মচারীদেরও সম্পদের হিসাব দিতে হবে। এ হিসাব থেকে কেউ বাদ যেতে পারেন না। আমরা দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি পালন করছি। তিনি গতকাল সকালে দুদকের প্রধান কার্যালয়ের সামনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধন করার সময় এ কথা বলেন। তিনি আরও বলেন, দুর্নীতিকারী যেই হোন না কেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতিকারীদের ক্ষেত্রে ক্ষমতার বাছ-বিচারে ছোট-বড় বলতে কিছু নেই, অপরাধী সে অপরাধীই। তিনি বলেন, আমরা আলোকিত মানুষ গড়ে দুর্নীতি প্রতিরোধ করতে চাই। এজন্য দুদকের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা সফলতাও অর্জন করেছি। তবে একার পক্ষে কখনো দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়। এজন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। শোভাযাত্রায় দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম, সচিব আবু হেনা মোস্তফা কামাল, অর্থনীতিবিদ ড. ফরাসউদ্দিন, দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুর্নীতিবিরোধী শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এরপর এটি শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। দুর্নীতিবিরোধী দিবসে এবারের স্লোগান হলো ‘সবাই মিলে লড়াই করি, দুর্নীতি প্রতিরোধ করি’। দিবসটি দেশের প্রতিটি জেলায় শোভাযাত্রা ও সমাবেশের মাধ্যমে পালন করা হয়।

সর্বশেষ খবর