রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রোহিঙ্গা বোঝাই সারি সারি নৌকা নাফ নদে ১১টি ফেরত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই ১১টি নৌকা ও একজন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা। গতকাল ভোরে নাফ নদের ছয়টি পয়েন্ট ও পালংখালী সীমান্ত দিয়ে নৌকা নিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালায়। বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদের ছয়টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই ১১টি নৌকাকে বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা থেকে ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় প্রায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল। অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারের ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ করতে চাওয়া একজন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।

 

সর্বশেষ খবর