রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

নাসিরনগরে হামলা বিচ্ছিন্ন ঘটনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে হামলা বিচ্ছিন্ন ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুষ্কৃতকারীরা যে হামলা চালিয়েছে সেটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ। তবে তিনি উল্লেখ করেন, ঘটনাটি বিচ্ছিন্ন হলেও এটি বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। গতকাল দুপুরে নাসিরনগরে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হিউম্যান রাইটস সেন্টার ফর বাংলাদেশের অর্থায়নে নাসিরনগর রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে স্থানীয় দত্তবাড়ি চত্বরে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। স্বামী ধ্রুবেশানন্দ আরও বলেন, মুষ্টিমেয় কিছু স্বার্থান্বেষী লোক নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য হিন্দুদের ওপর হামলা চালিয়ে নাসিরনগরবাসীর ওপর কলঙ্ক লেপে দিয়েছে। সমাজ ও দেশ যদি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে না পারে তাহলে বাংলাদেশ একদিন তুরস্ক, পাকিস্তান ও আফগানিস্তানের মতো পরিণতি হবে। তিনি ঘটনার পুনরাবৃত্তি রুখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নাসিরনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল জ্যোতি দত্তের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বামী শান্তিকরানন্দ মহারাজ, অধ্যাপক কল্যাণময় সরকার, নাসিরনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে নগদ দুই হাজার করে টাকা, লেপ, থালা-বাটি, ধুতি ও লুঙ্গি-শাড়ি প্রদান করা হয়।

 

 

সর্বশেষ খবর