রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রিজার্ভ চুরিতে জড়িত ২৩ বিদেশি

সিআইডির তদন্তে শনাক্ত, মূল হোতা অধরা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ২৩ বিদেশিকে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে রিজার্ভ চুরির মূল হোতাকে এখনো শনাক্ত করা যায়নি। সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের অতিরিক্ত ডিআইজি শাহ আলম সাংবাদিকদের গতকাল এ তথ্য জানিয়েছেন। রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন সেন্টারে বিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সিআইডির এই কর্মকর্তা রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত দলের প্রধান। শাহ আলম জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আগে ২০১৫ সালের ১৫ মে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনে (আরসিবিসি) পাঁচটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়। পরে বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের অর্থ তাদের ব্যাংক শাখায় জমা পড়ে। শনাক্ত হওয়া ২৩ বিদেশি অর্থ উত্তোলন করে চুরির মূল হোতার কাছে তা হস্তান্তর করেন।

এ ঘটনার মূল হোতাকে শনাক্ত করা যায়নি জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, বিদেশি বিভিন্ন সংস্থার মাধ্যমে ওই ২৩ জনকে জিজ্ঞাসাবাদ করে মূল হোতাকে শনাক্তের চেষ্টা চলছে। এত বড় ঘটনার তদন্তে সাক্ষ্য-প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তা সংগ্রহের জন্য বিদেশি পুলিশ ও তদন্ত সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর