সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

অপমান সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় শালিসের নামে করা অপমান সইতে না পেরে তরুণী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্ররোচনা মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠান। ১৫ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক এসএম মনিরুল ইসলাম, গ্রামপুলিশ ইসমাইল ও স্থানীয় যুবক জয়দেব।

পুলিশ জানায়, শুক্রবার দুই তরুণ-তরুণীকে আটক করে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। চেয়ারম্যান মনিরুল বিচারের নামে গ্রামপুলিশ দিয়ে তাদের      বেঁধে সোনাবাড়িয়া বাজারে ঘোরায়। এ অপমানের জেরে মেয়েটি আত্মহত্যা করে। এ ঘটনায় শনিবার মেয়ের ভাই চেয়ারম্যানকে আসামিকে করে মামলা করেন। তবে চেয়ারম্যান মনিরুলের দাবি, এক যুবক গোপনে তোলা ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মেয়েটি আত্মহত্যা করেছে। তরুণীর ভগ্নিপতি আরিফুল ইসলাম বলেন, শুক্রবার তার শ্যালিকা বাজারে মোবাইলে টাকা লোড করতে গেলে স্থানীয় লোকজন তার সঙ্গে থাকা তরুণসহ আটক করে। পরে চৌকিদারদের সঙ্গে নিয়ে চেয়ারম্যানের কাছে নিয়ে গেলে তিনি সব শুনে বকাঝকা ও মারধর করে ছেড়ে দেন। এ ঘটনার পর তার শ্যালিকা আত্মহত্যা করে।

সর্বশেষ খবর