মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাষ্ট্রপতির মতামতের ওপর বক্তব্যের এখতিয়ার নেই

আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ-সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের বিষয়ে রাষ্ট্রপতির মতামতের পর এ বিষয়ে তার বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই। ট্রাইব্যুনাল সরানো বিষয়ে তিনি বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। বর্তমান ট্রাইব্যুনালের কাজ শেষ হলে এটা জাদুঘরে রূপ নেবে। গতকাল সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের নিজ দফতরে বসে এসব কথা বলেন আনিসুল হক।

প্রসঙ্গত, রবিবার নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত দেন রাষ্ট্রপতি।

সর্বশেষ খবর