মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

রিজার্ভ চুরিতে জড়িত বাংলাদেশ ব্যাংক কর্মীরাও

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরিতে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মী জড়িত ছিলেন। ব্যাংকের ওই কর্মীরা সচেতনভাবেই ব্যাংকের সুইফট নেটওয়ার্ক অনিরাপদ করে রেখেছিলেন। যাতে হ্যাকাররা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করতে পারে। কয়েকজন বিদেশির সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে এমনটা করা হয়। আর এভাবে ওই কর্মীরাই রিজার্ভের অর্থ চুরিতে সহযোগিতা করেছেন। গতকাল রিজার্ভ চুরির ঘটনা তদন্তের সঙ্গে সম্পৃক্ত সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে। খবর রয়টার্স। এই কর্মকর্তা জানান, তদন্ত কর্মকর্তারা অনুসন্ধান করছেন কিভাবে ব্যাংকের মধ্যম পর্যায়ের কর্মকর্তারা এই হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত হলেন এবং তারা এই হ্যাকিং থেকে আর্থিকভাবে লাভবান হলেন কিনা। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন তদন্ত কর্মকর্তা বলেছেন, রিজার্ভের অর্থ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের শতাধিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের পাঁচ কর্মকর্তার দায়িত্বে অবহেলা ও অসতর্কতার প্রমাণ তদন্তে উঠে আসার কথা বৃহস্পতিবার রয়টার্সকে জানান আরেকটি তদন্ত দলের প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন। গত ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির খবর প্রকাশের পর দেশ-বিদেশে তুমুল আলোচনার মধ্যে ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির পাশাপাশি সিআইডিও তদন্তে নামে।

সর্বশেষ খবর