বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিশ্বজুড়ে বাংলা

নিজস্ব প্রতিবেদক

বিশ্বজুড়ে বাংলা

বিশ্বজুড়ে বাংলা সাইনবোর্ড এখন কোনো স্বপ্ন নয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকাসহ বিভিন্ন স্থানে দোকানপাট এমনকি সড়কের নামও এখন বাংলায়। ব্রিটেনের বাংলা টাউন বাংলাদেশের মানুষের আরেক গর্ব। শুধু ব্রিটেন কিংবা আমেরিকা নয়, বিশ্বজুড়েই বাংলা এখন জনপ্রিয় এক ভাষা। মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের বাঙালি অধ্যুষিত এলাকায় বাংলার ব্যবহার অনেক দিন থেকেই চলছে। বাংলা রেস্টুরেন্ট, গ্রোসারি, দোকানপাট, সেলুন থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠানের সাইনবোর্ডে বাংলার ব্যবহার প্রশংসা অর্জন করছে। অন্যদিকে ব্যবসা-বাণিজ্য, আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি ও মর্যাদার আসনে বাংলাদেশের বংশোদ্ভূতরা সুনাম অর্জন করছেন। বাংলা ও বাংলাদেশের এই অগ্রযাত্রা আমরা গত ৪৫ বছরে অর্জন করেছি।

সর্বশেষ খবর