বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

খুনিদের ফেরানোর প্রয়াস অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

খুনিদের ফেরানোর প্রয়াস অব্যাহত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুদ্ধিজীবী হত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরে সরকারের সব প্রয়াস অব্যাহত রয়েছে। সময়মতো এ বিষয়ে সুসংবাদ দেওয়া যাবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘যারা সেরা সন্তানদের হত্যা করেছে, তাদের মধ্যে যারা শীর্ষস্থানীয় তাদের বিচারকার্য সম্পন্নই শুধু নয়, তাদের দণ্ডও কার্যকর করা হয়েছে। বাইরে যারা আছে তাদেরও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে। অন্যদিকে মঙ্গলবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘আনজুমানে রাহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারী’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘শান্তির মহাসমাবেশে’ ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের হাতেই ইসলাম নিরাপদ। অতীতে আর কোনো সরকারের হাতে ইসলাম এতটা নিরাপদ ছিল না। সেতুমন্ত্রী বলেন, যারা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতে হামলা চালিয়েছিল তারা আর যাই হোক, মুসলিম হতে পারে না। তিনি বলেন, আপাতদৃষ্টিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে থাকলেও ভিতরে ভিতরে তারা হামলার প্রস্তুতি নিচ্ছে। সেজন্য জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা, প্রতিহত ও প্রতিরোধ করতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি ইমাম আওলাদে রসুল (সা.) শাহসুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল মাইজভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য দেন।

সর্বশেষ খবর