শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

লাশ নিল না পরিবার, তামিমসহ তিনজনের দাফন জুরাইনে

নিজস্ব প্রতিবেদক

লাশ নিল না পরিবার, তামিমসহ তিনজনের দাফন জুরাইনে

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত তামিম চৌধুরীসহ তিন জঙ্গির লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে থেকে লাশগুলো হস্তান্তর করা হয়। বিকালে সেগুলোকে অজ্ঞাত হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, কারও পরিবারের পক্ষ থেকে লাশ নেওয়ার আবেদন করা হয়নি। তাই দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের কাছে মোট ১৪ জঙ্গির লাশ রাখা হয়েছিল। এ পর্যন্ত ১২ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। মিরপুরে পুলিশের অভিযানে নিহত মেজর জাহিদ ও আজিমপুরে নিহত তানভীর কাদেরীর লাশ এখনো মর্গে আছে বলে জানিয়েছেন তিনি। এদিকে, তিন জঙ্গির লাশ বুঝে পাওয়ার পর তা জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন আঞ্জুমানের নির্বাহী পরিচালক ইলিয়াস আহমেদ। প্রসঙ্গত, ২৭ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অপারেশন হিট স্ট্রং-২৭ অভিযানে মানিক ও ইকবাল নামের দুই সহযোগীসহ নিহত হয় গুলশান হামলার মাস্টারমাইন্ড জঙ্গি তামিম চৌধুরী। ২ সেপ্টেম্বর মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত হয় মেজর জাহিদ। এরপর আজিমপুরের একটি বাসায় অভিযানে নিহত হয় তানভীর কাদেরী।

সর্বশেষ খবর