শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরা সিটি মলের ব্যবসায়ীরা ভ্যাট প্রদানে স্মার্ট

------এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ীরা ভ্যাট প্রদানে স্মার্ট। তারা নিয়মিত ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) মেশিন ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিচ্ছে বলে উল্লেখ করেন। রাজস্ব আয় বাড়াতে ভ্যাট প্রদানে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গতকাল বসুন্ধরা সিটি শপিং  মলে জাতীয় ভ্যাট সপ্তাহ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা সিটি শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনবিআরের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সুলতান মো. ইকবাল, রেজাউল হাসান, এস এম নওশাদ হোসেন, এনবিআরের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইনচার্জ মো. লতিফুল হোসেন। আরও বক্তব্য রাখেন বসুন্ধরা সিটি শপিং মল দোকান মালিক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কে এস জহুরুল ইসলাম। অভিজাত এই শপিং মলে ছোট-বড় ২৪০০টি দোকান রয়েছে। এসব দোকানের প্রতিটির বিপরীতেই কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) রয়েছে। প্রত্যেকেই আয়কর রিটার্ন জমা দেন। তবে যেসব দোকানে ইসিআর মেশিন নেই, সেগুলোতে সরকারি খরচে ইসিআর মেশিন প্রদানের দাবি জানান ব্যবসায়ীরা। মতবিনিময় শেষে নজিবুর রহমান বসুন্ধরা সিটি শপিং মলের বিভিন্ন দোকান ঘুরে ইসিআর এবং ভ্যাট চালান রয়েছে কিনা প্রত্যক্ষ করেন। সিটির নিচতলায় লিসটা নামের একটি দোকানে ঢুকে দেখেন তারা নিয়মিত ভ্যাট আদায় করেন, পরিশোধও করেন। কিন্তু তাদের ইসিআর মেশিন নষ্ট। পরে তিনি পঞ্চমতলায় ইয়েলো ফ্যাশনের শো-রুম পরিদর্শন করে সেখানে স্মার্ট ভ্যাট আদায় এবং সচল ইসিআর মেশিন দেখতে পান। সেখানকার এক বিক্রয়কর্মী চেয়ারম্যানকে পরশুদিনের লেনদেন ও ভ্যাট আদায়ের নথিপত্র দেখিয়ে জানান তারা প্রতি বছর প্রায় ৬০ লাখ টাকার ভ্যাট প্রদান করেন সরকারি কোষাগারে। এরপর শপিং মলের অষ্টম তলায় দুটি জুয়েলারির শো-রুম পরিদর্শন করেন নজিবুর রহমান। এর মধ্যে আমীন জুয়েলার্সের এক কর্মী চেয়ারম্যানকে গত পরশু দিনের আদায়কৃত ভ্যাটের চালানের কপি ও হিসাব দেখান। তারা প্রতি মাসে সরকারকে প্রায় ৮ লাখ টাকার ভ্যাট প্রদান করেন বলে জানানো হয়। পরে তিনি স্টার সিনেপ্লেক্সের ক্যাশ কাউন্টারে গিয়ে টিকিটের সঙ্গে ভ্যাট আদায় ও তা সরকারকে প্রদান করার ব্যবস্থা পরিদর্শন করেন। এসব দোকান মালিকের সঙ্গে কথা বলে এবং পরিদর্শনের পর বসুন্ধরা সিটি শপিং মলের দোকানদারদের ভ্যাট আদায় ও তা সরকারকে প্রদান প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, এখানকার ব্যবসায়ীরা ভ্যাটবান্ধব এবং ভ্যাটে স্মার্ট। আগামী মার্চের মধ্যে শতভাগ ব্যবসায়ীর হাতে ন্যায্যমূল্যে ইসিআর মেশিন পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন নজিবুর রহমান।

এর আগে মতবিনিময় সভায় নজিবুর রহমান বলেন, এনবিআর তার সেবা প্রদানের জন্য নাগরিকদের দরজায় দরজায় যাচ্ছে। আর কোনো নাগরিককে এনবিআরে আসতে হবে না। অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় ভ্যাটসহ সব ধরনের ট্যাক্স প্রদান করা সহজতর হয়েছে। আগামী জুন থেকে নতুন ভ্যাট আইন পুরোপুরি বাস্তবায়ন হলে এ প্রক্রিয়া আরও সহজ হবে। ভ্যাট বিক্রেতারা দেন না। সেটা লাভের অংশ নয়। ভ্যাট দেন ক্রেতা সাধারণ। এটা তাদের নাগরিক দায়িত্ব। ফলে কোনো ব্যবসায়ীকে ভ্যাট ফাঁকি না দিতে অনুরোধ জানান তিনি। নজিবুর রহমান আরও বলেন, ভ্যাট হচ্ছে পবিত্র আমানত। যা সরকারের কোষাগারে পৌঁছে দেওয়ার দায়িত্ব ব্যবসায়ীদের। তার কোনো বিদেশি বন্ধু ঢাকায় বেড়াতে এলে বসুন্ধরা সিটি শপিং মল পরিদর্শনের পরামর্শ দেন বলে জানান নজিবুর রহমান।

সর্বশেষ খবর