শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

৪৫ বছর পরও গণতন্ত্র নেই

নিজস্ব প্রতিবেদক

৪৫ বছর পরও গণতন্ত্র নেই

স্বাধীনতার ৪৫ বছর পরও দেশে মুক্তিযুদ্ধের চেতনার ‘গণতন্ত্র’ নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র ফেরাতে সব দলমতকে এককাতারে আনতে তারা সর্বশক্তি নিয়োগ করবেন। এ জন্য অপশক্তিকে পরাজিত করতে নেতা-কর্মীদের দৃঢ় সংকল্পচিত্তে শপথ গ্রহণ করতে হবে। গতকাল বিকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের ‘কাজী বশির মিলনায়তনে’ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তারা। মহান বিজয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।  সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘৪৫ বছর পার হয়ে গেছে। এখনো দুর্ভাগ্য ও হতাশার সঙ্গে বলতে হয়, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। মুক্তিযুদ্ধের চেতনার গণতন্ত্র অনুপস্থিত। ক্ষমতাসীনরা আজ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গোটা জাতিকে বিকৃত ইতিহাস দিচ্ছেন।’ নেতা-কর্মীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পড়ার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী পড়ার পরামর্শ দেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর